শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে চাঁদা তুলে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিলেন শিক্ষক নেতারা

By মেহেরপুর নিউজ

February 10, 2016

মেহেরপুর নিউজ,১০ ফেব্রুয়ারী: শিক্ষকদের নিকট থেকে চাঁদার টাকা তুলে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন কে বিদায় সংবর্ধনা দিলেন শিক্ষক নেতারা। এ নিয়ে শিক্ষকদের দুটি গ্রুপের মধ্যে মতানক্য থেকে হাতাহাতির ঘটনা ঘটে। বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা চলাকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেনকে বিদায় সংবর্ধনার সিদ্ধান্ত নেয় শিক্ষক নেতারা। ওই সভায় শিক্ষক নেতা জাহিদুল ইসলাম তার বক্তব্যের সময় শিক্ষা কর্মকর্তাকে উপহার দেওয়ার জন্য উপজেলার ১০৭ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট থেকে ১০০ টাকা এবং শিক্ষা মেলার জন্য ৬০ টাকা করে চাঁদা নির্ধারণ করেন। এ সময় হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক চাঁদার টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করলে শিক্ষক নেতা জাহিদুল ইসলাম নুরুল ইসলামের উপর চড়াও হন। এনিয়ে সংবর্ধনা চলাকালে জাহিদুল পক্ষ ও নুরুল ইসলাম পক্ষ বাক-বিতন্ডতায় জড়িয়ে পড়লে সেখানে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া ও শিক্ষা মেলার জন্য আমঝুপি সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রত্যেককে ১৬০ টাকা করে চাঁদা দিতে বলেন। এ সময় হরিরামপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রতিবাদ করলে জাহিদুল ইসলাম তার উপর হামলা চালানোর জন্য তেড়ে আসেন। নাম প্রকাশে অনিচ্ছিক একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, আমরা বাধ্য হয়ে টাকা দিয়েছি। না হলে সেখানে অপমান হতে হত। এর আগেই জাহিদুল ইসলামের গ্রুপ বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানা দেখিয়ে শিক্ষকদের কাছে চাঁদা আদায় করেছেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই শিক্ষা কর্মকর্তাদের দিয়ে হয়রানী করা হয়। তিনি আরো বলেন, ওই গ্রুপের নিকট সদরের অধিকাংশ শিক্ষক জিম্মি হয়ে পড়েছে। এর থেকে উত্তরণ প্রয়োজন বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে শিক্ষক নেতা আমঝুপি সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনার জন্য শিক্ষকদের সাথে কোনো চাঁদা নেওয়া হয়নি। শিক্ষক নুরুল ইসলাম ভুল বলেছেন। ভাল করে যেনে শুনে নিউজ করার দাবি করেন তিনি। উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে সমন্বয় ও বিদায় সংবর্ধনায় বক্তব্য দেন সদর উপজেলা রিসোর্স কর্মকর্তা মফিজুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, ফিরোজুল ইসলাম, আসাফ উদ দৌলা, শামিম সুলতান, জয়নুল আবেদীন, শিক্ষক নেতা আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, আনোয়ারুল হুদা, জাহাঙ্গীর আলম, কিতাব আলী, শহিদুল ইসলাম, সামছুল আরিফিন, শরিফুল ইসলাম প্রমুখ।