বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চাকুরী স্থায়ীকরণের দাবিতে নকলনবিশদের কলমবিরতী

By মেহেরপুর নিউজ

December 20, 2016

মেহেরপুর নিউজ, ২০ ডিসেম্বর: বাংলাদেশ এক্সট্রা মোহরার নকলনবিশদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে মেহেরপুর নকলনবিশ এসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে তারা সকল কার্যক্রম বাদ দিয়ে অফিস চত্বরে কলম বিরতী ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। মেহেরপুর জেলা নকলনবিশ এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান হিরণের নেতৃত্বে নকলনবিশরা এ কর্মসূচী পালন করছেন। অন্যদের মধ্যে কর্মসূচী বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুস সবুর, যুগ্ম আহবায়ক রোজিফা আকতার, নকলনবিশ নিলুফা ইয়াসমিন, সাবিহা খাতুন, তানিয়া খাতুন, কিতাব আলী, মালা খাতুনসহ জেলা রেজিষ্টার কার্যালয়ে কর্মরত নকলনবিশরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন। জেলা নকলনবিশ এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান হিরণ বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু নকলনবিশদের চাকুরী জাতীয় করণের প্রস্তাব দিয়েছিলেন এবং ১৯৮৪ সালে শেখ হাসিনা চাকুরী স্থায়ীকরণের আশ্বাস দেন। তারপর বিভিন্ন কুচক্রী মহলের ষড়যন্ত্রে তাদের চাকুরী জাতীয়করণ বা স্থায়ীকরণ করা হয়নি। এনিয়ে গত দুবছর ধরে দফায় দফায় তারা বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। অবশেষে কেন্দ্রীয় নির্দেশে গত ৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কলমবিরতী ও বিক্ষোভ কর্মসূচী পালন করে যাচ্ছেন নকলনবিশরা। তাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যহত থাকবে।