আইন-আদালত

মেহেরপুরে চাঞ্চল্যকর তিন খুন মামলায় তিন জনের যাবজ্জীবন জেল

By মেহেরপুর নিউজ

January 12, 2016

মেহেরপুর নিউজ,১২ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে চাঞ্চল্যকর তিন খুন মামলায় তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার বাকি ১৯ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন: সদর উপজেলার দরবেশপুর গ্রামের ওয়াজ আলীর ছেলে মতিয়ার রহমান, আব্দুল জলিলের ছেলে হবিবুর রহমান হবি এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের সুন্নত আলীর ছেলে মো: রুহুল। সাজাপ্রাপ্ত ৩ আসামীই পলাতক রয়েছে। তবে কথিত রয়েছে মো: রুহুল ভারতে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৬ সালের ৯ মে রাতে ৩০ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী সদর উপজেলার রাজনগর গ্রামে প্রবেশ করে রফিকুল ইসলাম, সুলতান আহমেদ ও নজরুল ইসলাম নামের তিন যুবককে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে পার্শ¦বর্তি যুগিন্দা সড়কে গুলি ও জবাই করে হত্যা করে। ওই ঘটনার পরদিন নিহতদের চাচাত ভাই ফিরাতুল শেখ বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং: ০৯, জি আর নং: ১০৩/৯৬, সেশন মামলা নং: ৫৩/২০০২। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে ইব্রাহিম শাহিন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।