আইন-আদালত

মেহেরপুরে চাঞ্চল্যকর শিশু জারজিনা হত্যা মামলায় জাহাঙ্গীর মৃত্যুদন্ড

By মেহেরপুর নিউজ

May 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ মে: মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝা গ্রামের চাঞ্চল্যকর জারিজনা হত্যা মামলার আসামী জাহাঙ্গীরকে মুত্যুদন্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের আতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক । একই মামলায় অপর ২ আসামী আমিরুল ও সাদেকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা জনাকীর্ন আদালতে বিচারক ওই রায় দেন। মামলার বিবরনীতে জানা গেছে, ২০০৯ সালের ১৩ জানুয়ারি সদর উপজেলার ঝাঁঝা গ্রামের খোরশেদ আলীর ছেলে জাহাঙ্গীর একই গ্রামের জিয়ারুলের ইসলামের ৫ বছরের মেয়ে জারজিনা খাতুনকে নির্মমভাবে জবাই করে হত্যা করে। এ ঘটনায় জিয়ারুল ইসলাম বাদি হয়ে মেহেরপুর সদর থানায় ৩০২/৩৪ ধারায় জাহাঙ্গীরকে আসামীকে করে

একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬। জি আর কেস নং-১৩/০৯,সেশন ৪৩/০৯। পরে জাহাঙ্গীরের স্বীকারোক্তী অনুযায়ী ওই মামলায় আমিরুল ও সাদেকেরে নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে চার্জশীট দাখিল করে। মামলায় মোট ১৯ জন স্বাক্ষির সাক্ষ্যে আসামী জাহাঙ্গীর হোসেন দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক এবং আসামীর পক্ষে এ্যাড. খন্দকার হক হীরা এবং অপর ২ আসামীর পক্ষে অ্যাড. এম এম রুস্তুম আলী ও শহিদুল ইসলাম কৌসুলীর ভুমিকা পালন করেন। এদিকে রায় ঘোষনার সাথে সাথে জাহাঙ্গীর কান্নায় ভেঙে পড়ে। এদিকে জারজিনার পিতা খোরশেদ আলম রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রুত রায় কার্যকর করা হলে বেশি খুশি হবেন। অপরদিকে, একই আদালত নারী ও শিশু নির্যাতন আইনের সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আজির হোসেনের ছেলে মিঠুনকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাড. শহিদুল হক এবং আসামী পক্ষে অ্যাড. গোলাম মোস্তফা কৌসুলী ছিলেন।