আইন-আদালত

মেহেরপুরে চার ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির জরিমানা

By মেহেরপুর নিউজ

April 19, 2017

মেহেরপুর নিউজ,১৯ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময় উপক্ষো করে অন্যসময় চিকিৎসক পরিদর্শনের অভিযোগে চারটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ১২টার দিকে গাংনীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যামান আদালত কে সহযোগীতা করেন র‌্যাব ৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। দন্ডপ্রাপ্তরা হলেন- একমি কোম্পানীর বিক্রিয় প্রতিনিধি মহিউদ্দীন, অপসোনিন কোম্পানীর প্রতিনিধি মকসেদুল ইসলাম, সোমাটেক কোম্পানীর প্রতিনিধি খাজা ময়নুদ্দীন ও বেক্সিমকো কোম্পানীর প্রতিনিধি গিয়াস উদ্দীন। ভ্রাম্যমান আদালতের বিচারক এস এম জামাল আহমেদ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ঔষধ কোম্পানীর প্রতিনিধির জন্য দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত ভিজিট করার সময় নির্ধারন করলেও ওই প্রতিনিধিরা তা মানেননি। এছাড়াও যত্রতত্র ভাবে হাসপাতালে ঘোরাফেরা করার কারণে ডাক্তারদের বিড়¤^নার পাশাপাশি রোগীদের সেবা প্রদানে ব্যাহত হয়। একারনে দন্ড বিধির ২৯১ ধারা মোতাবেক তাদের এ জরিমানা করা হয়েছে।