কৃষি সমাচার

মেহেরপুরে চাষীদের কাছে জনপ্রীয় হয়ে উঠেছে ধান ও গম মাড়াইয়ের কম্বাইন হারভেস্টার যন্ত্র

By মেহেরপুর নিউজ

March 09, 2012

মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ: কৃষি যান্ত্রিকীকরনের অংশ হিসেবে মেহেরপুর জেলার চাষীদের কাছে জনপ্রিয় হয়ে  উঠেছে ধান ও গম মাড়াইয়ের কম্বাইন হারভেস্টার মেশিন। মেহেরপুর জেলায় এই প্রথম ধান ও গম কাটা, মাড়াই,পরিস্কার ও বস্তা বন্দী যন্ত্র কম খরচ ও সময় বাঁচানোর জন্য এলাকার  চাষীদের জন্য করোনা’র কম্বাইন হারভেস্টার মেশিন নিয়ে এসেছেন  মেহেরপুর জেলার  আবু তাহের বাবু নামের এক ব্যবসায়ী। আজ শুক্রবার মেহেরপুর-কাথুলী সড়কের নতুন পাড়া মাঠে বাবর আলীর জমিতে  গম মাড়ায়ের উদ্বোধন করতে গিয়ে সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম  বলেন, এলাকার চাষীরা অধিক সুবিধা পাওয়ায় কম্বাইন হারভেস্টার মেশিন-এর প্রতি ঝুকেছে। এই মেশিনের সুবিধা হলো- ফসল জমি থেকে কাটা, মাড়াই ও বস্তাবন্দী এক সাথে হয়ে যায়। সনাতন পদ্ধতির চেয়ে ২৫-৩০ ভাগ ফসল সাশ্রয়ী হয়। প্রতি ঘন্টায় ৩-৪ বিঘা পর্যন্ত ফসল কাটা যায়। তাছাড়া যেখানে এক বিঘা জমির গম বা ধান ফসল সনাতন পদ্ধতিতে লেবার দিয়ে কাটাই মাড়ায় করে ঘরে তুলতে প্রায় দুই হাজার টাকা খরচ হচ্ছে। সেখানে এই মেশিনের সাহায্যে চাষীরা ১২-১৪’শ টাকায় একই ফসল ঘরে তুলছে। ব্যবসায়ী আবুতাহের বলেন,  এই মেশিন দিয়ে চাষীরা গম কেটে ঘরে তুলতে সময় ও খরচ অনেক কমে যাচ্ছে।