অন্যান্য

মেহেরপুরে চিকিৎসা ও শিক্ষা ভাতা প্রদান

By মেহেরপুর নিউজ

January 06, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারি: মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার দু:স্থদের মধ্যে জাতীয় সমাজকল্যান পরিষদের পক্ষ থেকে চিকিৎসা ও শিক্ষা ভাতা প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে জেলা মহিলা অাওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বিতরনের উদ্বোধন করেন। মেহেরপুর জেলার ৩টি উপজেলাসহ ২টি পৌর এলাকার ২৩০ জনের মধ্যে ২লক্ষ ৭হাজার টাকা বিতরণ করা হবে। মেহেরপুর পৌর এলাকায় ৭৯ জনের মধ্যে ৯৮ হাজার টাকা, সদর উপজেলায় ৫১ জনের মধ্যে ৩৫ হাজার ৫’শ টাকা, গাংনী উপজেলায় ৬০ জনের মধ্যে ৩৭ হাজার টাকা এবং মুজিবনগর উপজেলায় ৪০ জনের মধ্যে ২৬ হাজার টাকা বিতরণ করা হবে। মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক ভাতা বিতরণের সময় উপস্থিত ছিলেন।