বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে চেক ডিজঅনার মামলায় এক ব্যাক্তির ১ বছর জেল ও সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

April 18, 2016

মেহেরপুর নিউজ, ১৮ এপ্রিল: মেহেরপুরে চেক ডিজ অনরের একটি মামলায় আবুল হাশেম নামের এক ব্যাক্তির এক বছরের সশ্রম কারাদন্ড ও সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। সোমবার বিকালে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসান এ আদেশ দেন। দন্ডিত আবুল হাশেম মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামের সৈয়দ আলীর ছেলে। আবুল হাশেম আদম ব্যাপারী ব্যবসার সাথে জড়িত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৫ ডিসে¤^র মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার হাশেম আলী তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আবুল হাশেমকে নগদ ৭ লাখ টাকা প্রদান করেন। কয়েকমাস পেরিয়ে গেলেও বিদেশে পাঠাতে ব্যার্থ হওয়ায় টাকা ফেরৎ দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন হাশেম আলী। পরে ২০১৪ সালের ১৫ মে হাশেম আলীকে কৃষি ব্যাংকের মেহেরপুর শাখার অনুকুলে ৭ লাখ টাকার একটি চেক প্রদান করেন আবুল হাশেম। পরে চেকটি ডিজঅনার হওয়ায় আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৫ জন সাক্ষী প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য আসামী মো: শফিকুল আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন।