আইন-আদালত

মেহেরপুরে চেক ডিজঅনার মামলায় একজনের জেল জরিমানা

By মেহেরপুর নিউজ

February 17, 2016

মেহেরপুর নিউজ, ১৭ ফেব্রুয়ারি: মেহেরপুরে ৯ লক্ষ টাকার একটি চেক ডিজঅনার মামলায় আসাদুল নামের এক ব্যাক্তির এক বছর জেল দিয়েছেন আদালত। একই সঙ্গে ৯ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৯ লক্ষ টাকা বাদিকে এবং ৫০ হাজার টাকা রাষ্ট্রের পক্ষে জমা দেয়ার আদেশ দেয়া হয়।

বুধবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসান এ আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত আসাদুল মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১ম দিকে আসাদুল আলম একই এলাকার মোশররফ হোসেনের সাথে ৯ লক্ষ টাকা নেন। ওই বছরের ৮মে তিনি মোশাররফ হোসেনকে ৯ লক্ষ টাকার (বামন্দি সোনালী ব্যাংক শাখার) একটি চেক প্রদান করেন। চেকের অনুকুলে তার হিসাব নম্বরে টাকা না থাকায় চেকটি ডিজঅনার করে ব্যাংক কতৃপক্ষ। ওই ঘটনায় মোশররফ হোসেন বাদি হয়ে জেল জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ জমা দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে মোশারফ হোসেন আইনজীবীর দায়িত্ব পালন করেন।