ফুটবল

মেহেরপুরে ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথপুর জয়ী

By মেহেরপুর নিউজ

November 16, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফুর মাঠে অনুষ্ঠিত মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিশ্বনাথপুর একাদশ জয়লাভ করেছে।

শনিবার অনুষ্ঠিত খেলায় বিশ্বনাথপুর একাদশ টাইব্রেকারে (১) ৪- (১) ৩ গোলে মুজিবনগর একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হওয়ায়  ট্রাইবেকারে মাধ্যমে নিষ্পত্তি ঘটনা হয়।