ফুটবল

মেহেরপুরে ছহিউদ্দিন স্মৃতি ফুটবলে বাওট একাদশ সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

October 20, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে মোমিনপুর মাঠে অনুষ্ঠিত ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাওট একাদশ সেমিফাইনালে  খেলার যোগ্যতা অর্জন করেছে।

রবিবার অনুষ্ঠিত ১ম কোয়াটার ফাইনাল খেলায় বাওট একাদশ  ২-০ গোলে ভগিরতপুর একাদশকে পরাজিত করে।   বিজয়ী দলের পক্ষে মিঠু ও ইমরান গোল করে এবং মিঠু ও ইমরান ম্যান অব দ্য ম্যাচ এর পুরস্কার লাভ করেন।

খেলা শেষে আওয়ামী লীগ নেতা শামিম ফেরদৌস ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরন করেন।