ফুটবল

মেহেরপুরে ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভালাইপুর শেখ মনি স্পোটিং ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

October 08, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে মোমিনপুর মাঠে অনুষ্ঠিত ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভালাইপুর শেখ মনি স্পোটিং ক্লাব জয়লাভ করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় ভালাইপুর শেখ মনি স্পোটিং ক্লাব ৫-0 গোলের বিশাল ব্যবধানে ময়ামারী একাদশকে পরাজিত করে।  বিজয়ী দলের সজিব ২টি, রহমান ২টি ও মুনসুর ১টি  গোল করেন। খেলায়  সজিব ও রহমান সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে জেলা কৃষক লীগের সহ-সভাপিত আঃ মান্না পুরস্কার বিতরণ করেন । এসময় মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।