রাজনীতি

মেহেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

July 23, 2015

মেহেরপুর নিউজ, ২৩ জুলাই: বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগ দেয়ার লক্ষ্যে পরিবহন চেয়ে না পাওয়া এবং মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের বিরুদ্ধে জেলা ছাত্রলীগ সম্পর্কে কটু মন্তব্য করার অভিযোগ তুলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসস্ট্যান্ড জে আর পরিবহনের কাউন্টারের সামনে এসে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা বর্তমান সংসদ সদস্যর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে সেখানে এক সমাবেশে বারিকুল ইসলামের লিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা,

উপজেলা সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, সহ-সভাপতি রিংকু মাহমুদ, শহর সভাপতি মাহফুজুর রহমান পোলেন, কলেজ শাখা সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কুদরত ই খুদা রুবেল, ছাত্রলীগ নেতা প্লাবন প্রম্রুখ। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহনের কাউন্টার গুলো বন্ধ করে রাখা হয়। পরে সমাবেশে শেষ হলে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা রুবেল মেহেরপুর নিউজকে বলেন, জে আর পরিবহনের গাড়ি চেয়ে না দেয়া এবং এমপি ফরহাদ হোসেন জেলা ছাত্রলীগ নিয়ে কটু মন্তব্য করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।