বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ছাত্রীদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

March 27, 2017

মেহেরপুর নিউজ,২৭ মার্চ: মেহেরপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর ছাত্রীদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসা মিলনায়তনে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলমের সভাপতিত্বে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহামেদ। স্যানিটেশন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. সুরাইয়া সারমিন অপরজিতার নির্বাহী পরিচালক ও নারী উন্নয়ন ফোরামের সদস্য রেহেনা খাতুন, মাদ্রাসার উপাধ্যক্ষ শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক নাসির উদ্দিন, জাকির হোসেন প্রমুখ। পরে ৬৫ জন ছাত্রীদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।