রাজনীতি

মেহেরপুরে ছাত্রী হয়রানির প্রতিবাদে ছাত্রলীগের প্রতিবাদী উদ্যোগ

By মেহেরপুর নিউজ

October 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ অক্টোবর: মেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক সাদিক হোসেন এবং সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা ও সহকারী শিক্ষক সোহরাভ হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের অনৈতিক ভাবে হয়রানির প্রতিবাদে জেলা ছাত্রলীগ সরব হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের একটি টিম সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারী মহিলা কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবহিত করেন এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান । এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী আনন্দ, শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান পোলেন, কলেজ শাখার সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কুদরত ই খুদা রুবেলসহ ছ্রাত্রলীগের অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাফ উদ দৌলা এ ব্যাপারে তাদের আশ্বস্ত করে বলেন, অভিযোগ পেলে অবশ্যই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী সোমবার তারা অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিচারের দাবিতে মেহেরপুর শহরের মানববন্ধন করার ঘোষনা দিয়েছেণ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেণ, কোমলমতি ছাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এক শ্রেণীর লম্পট শিক্ষকরা তাদের নানাভাবে হয়রানি করে চলেছে। তাদের কারণে আজ পুরো শিক্ষক সমাজের সম্মান নষ্ট হতে চলেছে। আমরা  ওই তিন শিক্ষকের বিরুদ্ধে অনেক আগে থেকে অভিযোগ পাচ্ছি। এ ধরনের লম্পট শিক্ষকদের মেহেরপুরে থাকা চলবে না।