বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ছাত্র ছাত্রী উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 22, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মার্র্চ: হতদরিদ্র ও সংখ্যালঘু শিশুরা যেন বিদ্যালয়ে প্রবেশাধিকার থেকে বঞ্চিত না হয় সেই লক্ষে মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে পিরোজপুর  ইউনিয়নের গহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  শিক্ষা বিষয়ক এক ছাত্র ছাত্রী উদ্বুদ্ধকরন সভা  অনুষ্ঠিত হয়। শিক্ষা আমাদের প্রথম চাওয়া, শিক্ষায় শক্তি, শিক্ষায় মুক্তি এ শ্লোগানকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মুরাদ আলী। সংস্থার উন্নয়ন সহকারী মফিজুল ইসলামের উপস্থাপনায়  প্রোগ্রাম সুপারভাইজার মামুনুর রশিদ  স্বাগত বক্তব্য ও প্রকল্পের উদ্দেশ্য বর্ণনা করেন ।  বক্তব্য রাখেন   শিক্ষক জাহাঙ্গীর আলম ও উবায়দুল। বক্তারা বলেন সংখ্যালঘু ও হতদরিদ্র শিশুরা যেন ঝরে না পড়ে ও প্রাথমিক শিক্ষা উন্নয়নে অভিভাবকদেরও সজাগ থাকতে হবে। সরকার ঘোষিত ২০১১ সাল নাগাদ বিদ্যালয়গুলোতে শতভাগ ভর্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু  হতদরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারের কোন শিশুরা যেন এ অধিকার থেকে বঞ্চিত না হয় সে লক্ষে   আমাদের সকলের এক সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন প্রাপ্ত বয়স্ক সকল শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার এই কাযক্রমে শিক্ষকরা সন্তোষ প্রকাশ করে বলেন এহেন কর্মসূচী  শিশু শিক্ষা প্রসারের ¶েত্রে ফলপ্রসু ভূমিকা রাখবে। অনুর“প সভা জুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়েও অনুষ্ঠিত হয়।