মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ নভেম্বর: মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিয়ন ফজলুর রহমান (৫৫) ছাদ থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ফজলু শহরের পন্ডের ঘাট এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা গেছে, সোমবার বিকালে ফজলুর রহমান আদালত ভবনের ২য় তলায় ফুলগাছে পানি দিচ্ছিলেন। এ সময় ছাদের রেলিং ভেঙ্গে তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তিনি মারা যায় ।