মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ অক্টোবর: মেহেরপুরের বুড়িপোতা সড়কে ছিনতাইকারীদের হামলায় লিটন নামে এক যুবক আহত হয়েছে। আহত লিটন বুড়িপোতা গ্রামের নুর ইসলামের ছেলে। শনিবার রাত ৮টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, লিটন মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বুড়িপোতা যাওয়ার পথে মেহেরপুর বুড়িপোতার মাঝামাঝি স্থানে একদল ছিনতাইকারী তার গতিরোধে করার চেষ্টা করে। এ সময় লিটন পালাবার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে গ্রামে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।