আইন-আদালত

মেহেরপুরে ছিনতাই মামলায় তিন জনের ৫ বছর করে জেল

By মেহেরপুর নিউজ

May 29, 2017

মেহেরপুর নিউজ, ২৯ মে: মেহেরপুরে একটি ছিনতাই মামলায় তিন জনের ৫ বছর করে সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে জেল দেওয়া হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়শা নাসরিন এ আদেশ দেন। দন্ডিতরা হলো: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামের জানবার আলীর ছেলে আফফান আলী, গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মুনসুর আলীর ছেলে তাহাবুল ইসলাম এবং একই উপজেলার নওদা গ্রামের চারু মোহাম্মদের ছেলে মোজাম্মেল হক। আদালতে আদেশ ঘোষনার সময় আফফান আলী ও তাহাবুল ইসলাম আসামির কাঠগড়ায় উপস্থিত থাকলেও মোজাম্মেল হক পলাতক ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১০ আগষ্ট সন্ধ্যায় মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটা মোড়ে অস্ত্রের মুখে জিম্মি করে পথচারীদের কাছে থেকে ২টি মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাইকরে আসামিরা। ওই ঘটনায় মেহেরপুর শহরের বেড়পাড়ার জুয়েল রানা বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১২ জন সাক্ষী প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে একে এম আসাদুজ্জামান এবং আসামি পক্ষে খন্দকার একরামুল হক হীরা আইনজীবীর দায়িত্ব পালন করেন।