বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 01, 2016

মেহেরপুর নিউজ,০১ আগষ্ট: জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে সারাদেশের ন্যায় একযোগে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,কর্মকর্ত-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার সকাল ১১ টা থেকে শুরু করে প্রায় ঘন্টাব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মেহেরপুর সরকারী মহিলা কলেজ: মেহেরপুর সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাফ উদ দৌলার নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অন্যদের মধ্যে প্রভাষক আব্দুর রাজ্জাক, মিরাজ আলী, আব্দুর রহিম, মুন্সী রাশেদুল হকসহ কলেজের ছাত্রীরা মানবন্ধনে অংশ নেয়। মেহেরপুর সরকারী কলেজ: মেহেরপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের নেতৃত্বে কলেজের সামনের সড়কে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচীতে অন্যদের মধ্যে সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, আবদুল্লাহ আল আমিন, বশির উদ্দিনসহ কলেজের শিক্ষার্থীরা মানবন্ধনে অংশ নেয়। মেহেরপুর পৌর কলেজ: মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের নেতৃত্বে কলেজের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপাধাক্ষ মহাসিন আলী, প্রভাষক আলিব উদ্দিন, শামিম বশির, সোহরাভ উদ্দিন, আবুল কালাম আযাদসহ শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা: মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আনছার উদ্দিন বেলালীর নেতৃত্বে কোর্ট সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে শিক্ষক আব্দুল জব্বার, হযরত আলী, আহসান আলী, মিজানুর রহমান, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, আবদুল্লাহ আল মোমিনসহ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ: মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহি উদ্দিনের নেতৃত্বে কলেজের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে শিক্ষক রফিকুল হাসান, জাহিদুল ইসলাম, রফিকুল আলম, নাজনিন আক্তার, জিল্লুর রহমান, মরিয়ম নেসা, আশরাফুল হক সহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে প্রকৌশলী শামিমুল কবির, আলফাজ উদ্দিন, মোফাজ্জেল হোসেন, ফরিদ আহমেদ সহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ: মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের উপাধাক্ষ সামসুর রহমান টুটুলের নেতৃত্বে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে তারিকুজ্জামান রিপন, মিজানুর রহমানসহ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়: মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়ের নেতৃত্বে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে সহকারী শিক্ষক মোজাম্মেল হক, এমরান হোসেন, আব্দুর রাজ্জাক, সেকেন্দার আলী, সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেন। মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়: মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আনিসুজ্জমানের নেতৃত্বে বিদ্যালয়ে সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে সহকারী শিক্ষক আব্দুল মান্নান, ফেরদৌস আহমেদ, আব্দুল লতিবসহ বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। কবি নজরুল শিক্ষা মঞ্জিল: মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালেব উদ্দিনের নেতৃত্বে স্কুলের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, এনামুল হকসহ ছাত্ররা অংশগ্রহণ করেন। গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, সহকারী শিক্ষক রুহুল আমিন, ফরিদা ইয়াসমিন, সাজেদুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, এহতেসামুল হোসেন, সুমনা পারভিন, আল মামুন, কামরুল ইসলাম, আব্দুল আজিজসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের নেতৃত্বে শহরের হোটেলবাজার সড়কে মানবন্ধন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়: শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে সহকারী শিক্ষক মোর্তজা ফারুক ,আব্দুল আলিম,ফারুক হোসেন, আফরোজা সুলতানাসহ শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। আমঝুপিতে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানবন্ধন মেহেরপুরের আমঝুপিতে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানবন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান । সকাল ১১টার দিকে আমঝুপি বাজার মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলীম মাদ্রাসার শতশত ছাত্রছাত্রী ও শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ ঘন্টাব্যাপি মানবন্ধনে অংশ নেয়। এদিকে এ,আর,বি কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক ও কর্মচারীবৃৃন্দ কলেজের সামনের সড়কে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মানবন্ধন কর্মসুচী পালন করেন। মেহেরপুর সিভিল সার্জন অফিস ও জেনারেল হাসপাতাল: মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও জেনারেল হাসপাতালের চিকিৎসকরা মানববন্ধনে অংশ গ্রহণ করে। সিভিল সার্জন ডা. আব্দুল হালিমের নেতৃত্বে ওয়াপদা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে ডা. রমেশ চন্দ্র নাথ, ডা. আব তাহের সিদ্দিক, ডা, মিজানুর রহমান, ডা. অলোক কুমার দাস, ডা. এম এ বাশারসহ চিকিৎসক ও সেবীকারা অংশগ্রহণ করেন।