বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জঙ্গিবাদ প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

August 06, 2016

মেহেরপুর নিউজ,০৬ আগষ্ট: মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনে মডেল একাডেমীর উদ্যোগে শনিবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে দেশপ্রেম ও মানবতাকে উজ্জল আলোয় জেগে উঠো প্রিয় বাংলাদেশ। সন্ত্রাস নয়, শান্তি চাই, শংকা মুক্ত জীবন চাই, জঙ্গিবিরোধী ঐক্য চাই শীর্ষক শ্লোগানে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মজিবর রহমানের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্য সৈয়দ এহসানুল কবীর আরিফ, আব্দুস সালাম,আজিজুর রহমান, সহকারী শিক্ষক শেখ সোহরাওয়াদী,রবিউল ইসলাম, সাইদুর রহমান, আহসান হাবিব,সাজিবুর রহমান, ফারজানা জেসমিন প্রমুখ।

জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ: মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ রীতা পারভিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাতমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজাদ। সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হোসনে মোবারক। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপাধাক্ষ সামসুর রহমান টুটুল,সহকারী শিক্ষক তারিকুজ্জামান রিপন প্রমুখ ।

দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা

মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার। বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনছার উদ্দিন বেলালী,সহকারী অধ্যাপক খায়রুল আনাম, প্রভাষক হযরত আলী, গোলাম মোস্তফা, আব্দুল জাব্বার, সোলায়মান আলী প্রমুখ।

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়:

মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আফজাল হোসেন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহিদুজ্জামান খোকন,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,গাংনী পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু ও জহুরুল ইসলাম। এসময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।