অন্যান্য

মেহেরপুরে জব্দ কৃত ৬ হাজার কেজি আম বিনষ্ট

By মেহেরপুর নিউজ

May 18, 2016

মেহেরপুর নিউজ, ১৮ মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপির জোয়ার্দার পাড়ার একটি বাগান থেকে জব্দ করা করা অপরিপক্ক ও কেমিক্যাল মেশানা এক ট্রাক আম বিনষ্ট করেছে জেলা প্রশাসন। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ’র উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ওই আমগুলো বিনষ্ট করা হয়। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, সদর থানার এস আই মেহেদী হাসানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় গোপন সংবাদে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী অভিযান চালিয়ে সদর উপজেলার আমঝুপি জোয়ার্দার পাড়ার একটি আম বাগান থেকে এক ট্রাক অপপরিপক্ক ও কেমিক্যাল মিশ্রিত আম জব্দ করেন। এসময় আম ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে জব্দ কৃত আমসহ ট্রাকটিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নেয়া হয়। যার মধ্যে তিনশ ক্যারেট আম ছিল। যার পরিমান ৬ হাজার কেজি হবে বলে জানা গেছে। পরে আম সাজানো প্লাষ্টিকের ক্যারেট গুলো নিলামে বিক্রি করা হয়। প্রসঙ্গত, মেহেরপুর জেলা প্রশাসন থেকে ২৫ মে এর আগে মেহেরপুরের কোনো বাগান থেকে হিমসাগর আম না ভাঙার নির্দেশনা দেয়া হয়। জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন ও আমব্যবসায়ীদের নিয়ে এক যোথ সেমিনার থেকে  এ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে এক সপ্তাহ আগে থেকেই আম বাজার করার চেষ্টা চালায়।