বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জমকালো আয়োজনে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

November 12, 2017

মেহেরপুর নিউজ, ১২ নভেম্বর: মেহেরপুরে জমকালো আয়োজনের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল যুবসমাবেশ, আঁতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহরজুড়ে আলোকসজ্জাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।

রবিবার বিকালে মেহেরপুর শহীদ ড.সামসুজ্জোহা পার্কে জেলা যুবলীগ এ কর্মসূচী পালন করে। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, উপদেষ্টা আশকার আলী, আওয়ামীলীগ নেতা অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও গফরগাও পৌরসভার সাবেক মেয়র কাউসার আলী, জেলা যুবলীগের সদস্য ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদও উপজেলা যুুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান মাহবুব, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

পরে সন্ধ্যার দিকে আতশবাজি ফুটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সন্ধ্যা উদযাপন করা হয়। রাতে একই পার্কের মফিজুর রহমান মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃকিত অনুষ্ঠানের বিভিন্ন স্থানের শিল্পিরা সঙ্গিত পরিবেশন করেন।

এদিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো শহরকে আলোকসজ্জায় সাজানো হয়েছে। রাস্তার দুই পাশে বিভিন্ন রঙের ব্যানার ফেষ্টুন শোভা পাচ্ছে। শনিবার শহিদ ড. সামসুজ্জোহা পার্কে বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়।