বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে দু’পক্ষের আহত ১৪

By মেহেরপুর নিউজ

December 10, 2016

মেহেরপুর নিউজ, ১০ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা হলেন: রেজাউল হক, আজগর আলী, মাসুমা খাতুন, লাল্টু মিয়া, হাসিনা খাতুন, পারভিনা খাতুন, মিজানুর রহমান, শাহিদা খাতুন, আসাদুল হক, আনারুল ইসলাম, আসিফ হোসেন, আমিরুল ইসলাম, মোস্তারা খাতুন, নিশি খাতুন। আহতদের মধ্যে ৪ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, উপজেলার ধানখোলা গ্রামের হাজী হোসেন আলীর ছেলে রেজাউল হক ও প্রতিবেশী মহাম্মদ আলীর ছেলে নিয়াত আলীর গ্রামের মাঠে শরিকানা জমি রয়েছে। একই জমি নিজেদের দাবি করে জমি পরিমান করতে আমিন নেন। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে তারা বাড়ি গিয়ে আবারো নিজেদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে লাঠি সোঁটা নিয়ে উভয় পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ১৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে ঘটনায় উভয় পক্ষের বেশ কিছু লোক আহত হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা এম কে রেজা জানান, আহতদের মধ্যে ৪ জন গুরতর আঘাত পাওয়ায় তাদের ভর্তি করে রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।