বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জর্দা ও সিগারেটের বিজ্ঞাপন বোর্ড জব্দ

By মেহেরপুর নিউজ

February 16, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার রায়পুর, নুরপুর ও কোমরপুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জর্দা ভেজাল পেপসি ও সিগারেটের বিজ্ঞাপন বোর্ড জব্দ করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে রায়পুর গ্রামের আলহামদু ও মুকুলের দোকান, কোমরপুরের দানিয়া স্টোর এবং কামাল হার্ডওয়ারে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জর্দা এবং ভেজাল পেপসি এবং সিগারেটের বিজ্ঞাপন বোর্ড উদ্ধার করে।