মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবদগীতা প্রতিযোগীতা ২০২৩ এর জেলা পর্যায়ে জাতীয় গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর শহরের শিবালয় সারস্বত আশ্রমে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক সনজিত পাল বাপ্পির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস। মেহেরপুর জেলা পূজা- উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু অশোকচন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস, সাবেক ব্যংক কর্মকর্তা কার্তিক চন্দ্রমল্লিক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী কিশোর চৌধুরী,অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা গদাধর দাস বাবাজি, শংকর সাহা,গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহাদেব দাস, মেহেরপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু মঙ্গল বিশ্বাস, পৌর শাখার সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক বাবু তরুণ বিশ্বাস, রবিন ভট্টাচার্য, সুব্রত সাহা বাপ্পা, বিকাশ বিশ্বাস, অসিত বিশ্বাস, জয়দেব সাহা চন্ডিচরণ হালদার প্রমুখ। এর আগে প্রদীপ জ্বালিয়ে মেহেরপুর জেলা পর্যায়ে গীতা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।