মেহেরপুর নিউজ:
৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ–২০২৫ উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় শাহাবুদ্দিন আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় মোট ১৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য–সচিব ও জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য তামিম হোসেন ও আসাদুর রহমান লিটন প্রমুখ।