বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার

By মেহেরপুর নিউজ

February 07, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আমঝুপি ক্লাস্টারের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার। মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন,শিক্ষক নেতা কমর উদ্দিন, ইকবাল হোসেন প্রমূখ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা আমঝুপি ক্লাস্টারের ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫২টি ইভেন্টে অংশগ্রহণ করে।