বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

January 31, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপ ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা,বিজ্ঞান কুইজ অলিম্পিয়া প্রতিযোগিতার বিজয় এর মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিশুদ্ধ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন।

একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।২ দিনের মেলায় জুনিয়র গ্রুপের প্রকল্প উপস্থাপনায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রথম, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় পুরস্কার লাভ করেন। সিনিয়র গ্রুপে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পুরস্কার লাভ করেন।

এছাড়া কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে সরকারি মহিলা কলেজের আরমিনা খাতুন প্রথম, আছিয়া রাখি দ্বিতীয়, আতিয়া ইবনাথ তৃতীয়।জুনিয়র গ্রুপে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সোহানুর রহমান প্রথম, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দ্বীপান্তিতা অধিকারী দ্বিতীয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জারিন তাবাসসুম তৃতীয় পুরস্কার লাভ করে। এদিকে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাফসান মাহমুদ প্রথম, আতিফ তাহসিন দ্বিতীয়, সোহানুর রহমান তৃতীয়, সাইফ আহমেদ চতুর্থ এবং রিফাত রহমান পঞ্চম পুরস্কার লাভ করেন।

কুইজ প্রতিযোগিতার সিনিয়র গ্রুপে সরকারি মহিলা কলেজের আরমিনা খাতুন প্রথম, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মল কুমার সাহা দ্বিতীয়, সরকারি মহিলা কলেজের সৌমিতা শবনম সেমন্তী তৃতীয়, সাথী খাতুন চতুর্থ এবং সরকার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের তাসনিম ফেরদৌস পঞ্চম পুরস্কার লাভ করেন।