বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ সপ্তাহের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 25, 2023

মেহেরপুর নিউজ:

বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ( ভার্চুয়ালি) বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক কাদির মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ।

পরে সেখানে মৎস্য চাষে বিশেষ ভূমিকা রাখায় তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের মফিজুর রহমান লিখন, মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ এর আবু নাঈম এবং গাংনী কাজিপুরের আব্দুল আলিম। এর আগে মেহেরপুরে জেলা প্রশাসক ও জেলা মৎস অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় ।

জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে পাবলিক লাইব্রেরির চত্বর থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। জাতীয় মৎস্য সপ্তাহ সপ্তাহ উপলক্ষে মেহেরপুর ভৈরব নদে মাছের পোনা উপমুক্ত করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক কাদের মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।