বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় যুব সংহতির সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 13, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে জেলা জাতীয় যুব সংহতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর শহরের কাথুলী সড়কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা যুব সমিতির সাবেক সভাপতি আব্দুল হাদীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবসংহতির সহ-সভাপতি আবুল কাশেম। বক্তব্য রাখেন সুমন পারভেজ, মনিরুজ্জামান মন্টু, রফিকুল ইসলাম, আব্দুল গনি, মিলন হোসেন, কামরুজ্জামান, রাজু আহমেদ, ঝন্টু মিয়া সাইফুল ইসলাম শামিমা সুলতানা প্রমুখ।