বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার ঘোষনা

By মেহেরপুর নিউজ

July 13, 2023

মেহেরপুর নিউজ:

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ২০২৩ সালে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সহ বিভিন্ন পর্যায়ে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হলো যাদের।

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে এবার যারা শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করলো তারা হল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিদ্যালয় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী কলেজ, শ্রেষ্ঠ মাদ্রাসা সদর পিরোজপুর দাখিল মাদ্রাসা, শ্রেষ্ঠ কলেজ মেহেরপুর সরকারি মহিলা কলেজ।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিদ্যালয়ের প্রধান আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আহমদ আলী কলেজের অধ্যক্ষ শাহী উদ্দিন, শ্রেষ্ঠ মাদ্রাসার প্রধান নতুন দরবেশপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ শামসুল ইসলাম, শ্রেষ্ঠ কলেজ প্রধান মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

শ্রেষ্ঠ বিদ্যালয়ের শিক্ষার্থী জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী হুমায়রা তাবাসসুম সুমা,শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী গোভীপুর মাদ্রাসার শিক্ষার্থী আসিমা খাতুন, শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী মাইশা ফারজানা ঐশী, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষার্থী আহমদ আলী কলেজ শিক্ষার্থী মোসাম্মৎ তামান্না তানভীর।

শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাদিমুল হক, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক শফিউদ্দিন, শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক শুকুর আলী। শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মেহেরপুর সরকারি মহিলা কলেজের ড.এস এম আতিয়ার রহমান।

শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেরফুল ইসলাম, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক জিনিয়াস ল্যাবরেটর স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরা পারভিন, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষক ফররুক আহমেদ।

শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক ইয়ামিন আলী, শ্রেষ্ঠ স্কাউট মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র আরিয়ান জামান, শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ গার্ল গাইডস গ্রুপ একই প্রতিষ্ঠান।

শ্রেষ্ঠ রোভার মেহেরপুর সরকারি কলেজের মোঃ বাদশা খান, শ্রেষ্ঠ ক্যাডেট মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফাহিম মুস্তাফির নাবিল, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ মেহেরপুর সরকারি কলেজ। শ্রেষ্ঠ বিএনসিসি, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।