বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

August 06, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুম কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুম কনফারেন্স অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম। জুম কনফারেন্সে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।