বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয নিরাপদ খাদ্য দিবস পালিত

By মেহেরপুর নিউজ

February 02, 2019

মেহেরপুর নিউজ, ০২ ফেব্রুয়ারি: র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুর জাতীয নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক মো: আতাউল গনির নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে র‌্যালেীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সাম্মেলেন কক্ষে এক আলোচনা সভা অষ্ঠিত হয়। ‘সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টি মম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” শীর্ষক আলোচনায় সভার প্রধান আতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামীমা নাজনিন, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অলোক কুমার দাস, পৌর প্যানেল মেয়র শাহিনুল রহমান রিটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য কর্মকর্তা আ: হামিদ, খাদ্য ব্যাবসায়ী হাসমত উল্লাহ, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আতাউল গনি বলেন, বিশুদ্ধু খাদ্য নিশ্চিত করতে আমাদের আগে সচেতন হতে হবে। আমাদের জ্ঞান থাকতে হবে । তিনি বলেন সততার সাথে আমাদের বিপনন করতে হবে। প্রতিটি স্তাবের মানুষের সাচেতন করতে হবে।