আইন-আদালত

মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

April 28, 2017

মেহেরপুর নিউজ, ২৮ এপ্রিল: আলোচনা সভা ও র‌্যালীর মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। জেলা ও দায়রা জজ মোহাঃ গাজী রহমানের নেতৃত্বে র‌্যালীটি শহীদ সামছুজোহা নগর উদ্যান থেকে শুরু করে বাদ্দের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ টিএম মুসা, পুলিশ সুপার আনিছুর রহমান, চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। প

রে জেলা ও দায়রা জজ মোহাঃ গাজী রহমানের সভাপতিত্বে জজ কোর্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী জজ ও লিগ্যাল এইড কর্মকর্তা রশিদ আহামেদ মিলনের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ টিএম মুসা, পুলিশ সুপার আনিছুর রহমান, চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মোখলেছুর রহমান, জিপি অ্যাড. শাজাহান আলী প্রমুখ। ।