আইন-আদালত

মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

April 28, 2019

মেহেরপুর নিউজ, ২৮ এপ্রিল: মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা আইনগত সহায়তা কমিটি এ কর্মসূচীর আয়োজন করে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে এ কটি বণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা জজ আদালত প্রা ঙ্গনে আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এস এম আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সকলে যাতে আইনে সমান সুযোগ পায়সে ব্যবস্থা করতে হবে। বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনালের বিচারক মো: রাফিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: তৌফিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.ইব্রাহিম শাহিন। স্বাগত বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিরিন নাহার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, লিগ্যাল এইড কর্মকর্তা সেলিমা রেজা, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, অ্যাড.সাথী বোস প্রমুখ।