বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 02, 2018

মেহেরপুর নিউজ, ০২ অক্টোবর: “সুখী ও সমৃদ্ধশালী দেশ বিনির্মানে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা বিদস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর বিসিক শিল্প নগরী ও জেলা শিল্প ও বণিক সমিতি যৌথভাবে এ দিবসটি পালন করে। বিসিক শিল্প নগরীর উপ ব্যবস্থাপক রবিউল ইসলামের সভাপতিত্বে শিল্পনগরী মিলনায়তনে এক আলোচনা সভা অনু্িষ্টত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সুজন দাস গুপ্ত, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান, সাংবাদিক রফিক উল আলম, শিল্প সম্প্রসারণ কর্মকর্তা আহমেদ আলী প্রমুখ। এর আগে অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে একটি র‌্যালীতে অংশনেন । র‌্যালীটি বিসিক শিল্প নগরী এলাকা প্রদক্ষিণ করে।