বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল: সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করেন। আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে মেহেরপুর  বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর প্যানেল মেয়র রিয়াজতুল­াহ, প্রকৌশৈলী হারুন-অর-রশিদ। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, প্রধান শিক্ষক আবুল হাসেম, আব্দুস সালাম প্রমুখ। পরে প্রধান অতিথি কয়েকজন শিশুর মুখে কৃমি নাশক ওষুধ তুলে দেন।