শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে জাতীয় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী

By মেহেরপুর নিউজ

November 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর: গমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যায়ে “দক্ষতা সংস্কৃতি-জাতীয় সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবির) প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় গণপ্রকৌশল দিবস-২০১৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় আইডিইবি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালী শুর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সড়ক ও জনপথ অফিস কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে আইডিইবি মেহেরপুর জেলা শাখার সভাপতি জামাত আলী, সাধারন সম্পাদক আব্দুল গনী, সহসভাপতি বজলুর রহমান, কোষাধাক্ষ জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার , কারিগরী  প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেন। র‌্যালী শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি জামাত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আব্দুল গণী, সহসভাপতি বজলুর রহমান, ছাত্র নেতা আব্দুল আলীম, সদস্য আহসানুল কবির প্রমুখ।