অন্যান্য

মেহেরপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ মার্চ: “দুর্যোগের নেই দিনক্ষন, প্রস্তুত থাকবো সারাক্ষন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৪ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালি ও আলোচনা সভা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। সভায় বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক,সেভ দি চিলড্রেনের ব্যাবস্থাপক ফারুক হোসেন,পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী,সেভ দি চিলড্রেনের ব্যাবস্থাপক ফারুক হোসেন,পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ।