বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 23, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলার প্রতি’টি সরকারী দপ্তরে জনগণ-কে সরকারী সবরকম সেবা প্রদানে আরও আন্তরিক হওয়ার আহবান জানানো হয়েছে। সরকারী দপ্তরে এসে জনগণ যেন সঠিক সেবা গ্রহন করতে পারেন এ বিষয়ে সবাই-কে নজর রাখা প্রয়োজন।

মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় পাবলিক সার্ভিস দিবস’র আলোচনা সভায় অনুষ্ঠান বক্তারা একথা বলেন।

রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে  জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লিউজা-উল জাম্নাহ, কাদির মিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রমুখ।