বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

By মেহেরপুর নিউজ

July 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ জুলাই: র‌্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস, এনডিসি রামানন্দ পাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জেলা এনজিও সমিতির সভাপতি মোসাররফ হোসেন, প্রধান শিক্ষক তোরিফা নাজনিন প্রমুখ। পরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস, সহকারী কমিশনার আরিফ হোসেন, প্রধান শিক্ষক তোরিফা নাজনিন, ইউনিয়ন ভ’মি সহকারী আমিনুল ইসলাম, কমিউনিটি হেলথ প্রোভাইডার মঈন উদ্দিনকে সম্মানানা ক্রেষ্ট প্রদান করা হয়।

এরআগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সকালে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে র‌্যালীটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অন্যদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস, এনডিসি রামানন্দ পাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জেলা মৎস কর্মকর্তা ড. নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বরে সেবা দানের বুথ খোলা হয়। জেলার বিভিন্ন সরকারী দপ্তরের পক্ষ থেকে এ বুথে সেবা প্রদান করা হয়।