বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত

By মেহেরপুর নিউজ

September 26, 2016

মেহেরপুর নিউজ, ২৬ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসন ও ওজোপাডিকো মেহেরপুরের উদ্যোগে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষে জেলা পর্যায়ে বক্তৃতা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জ্বালনী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভ’মিকা শীর্ষক এ বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার দেলওয়ার হোসেন, আবাসিক প্রকৌশলী আসাদুর রহমান, প্রভাষক মহিবুল ইসলাম, সহকারী শিক্ষক ইমরান হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল কর্মকর্তা তানভীর আহামেদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে বক্তৃতা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে গাংনী ডিগ্রি কলেজের ছাত্রী ইশরাত জাহান জুথি প্রথম, মেহেরপুর সরকারী বালিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী পারমিতা ভট্রাচার্য দ্বিতীয় এবং গাংনী মহিলা কলেজের ছাত্রী খোশনুর আফরোজ ৩য় স্থান লাভ করেন।