কৃষি সমাচার

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 19, 2018

মেহেরপুর নিউজ, ১৯ জুলাই: মেহেরপুরে র‌্যালী ও আলোচনা সভা, মোছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম প্রমূখ। ¯রগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। অন্যদের মধ্য বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো: জাকির হোসেন, মৎস্য চাষী ক্ষুদিরাম হালদার, মহিতুল ইসলাম মুহিত। সঞ্চালনায় ছিলেন জেলা খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান। পরে ভৈরব নদের পন্ডের ঘাট এলাকায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।