জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ পালিত

By মেহেরপুর নিউজ

July 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুলাইঃ

“অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪। আয়োজনের মধ্যে রয়েছে,র‌্যালী,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ।

বুধবার সকাল সোয়া ৯ টার দিকে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে কোর্ট এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রাশসন ভবন চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক,জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেজবাউল হক,অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ , জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক চৈতণ্য কুমার দাস, প্রানী সম্পদ কর্মকর্তাৃ শশাংক কুমার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ,মৎসজীবি শাহিন হোসেন, ক্ষুদিরাম হালদার  প্রমূখ। পরে দুপুর ১২ টার দিকে মেহেরপুর পৌরসভার গড় পুকুরে মাছের পোনা অবমুক্তকরা হয়।জেলা প্রশাসক মাহমুদ হোসেন মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেজবাউল হক, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক চৈতণ্য কুমার দাস সেখানে উপস্থিত ছিলেন।