বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

By Meherpur News

July 18, 2019

র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করনের মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য অফিসের উদ্যোগে দিবসটির সুচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্কিব) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এ্যাড ইয়ারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস।

বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সায়ফুদ্দীন ইয়াহিয়া, মৎস্যজীবি প্রতিনিধি সাদিক হোসেন বাবলু, শাহীন খান প্রমুখ। পরে জেলা মৎস্য অফিস ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করে।

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্কিব) মোঃ ইবাদত হোসেনের নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসন চত্ত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

# নিজস্ব প্রতিরিধি #