মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শনিবার জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা, ঋণের চেক প্রদান এবং পুরুস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহজ্জ্ব আশকার আলী । বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ আহম্মেদ,দিলারা খাতুন, জান্নাতুল ফেরদৌস,মীর দানিয়াল হোসেন প্রমুখ। পরে শিশুদের চিত্রাংকন, রচনা বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয় এবং যুবকদের মধ্যে ঋণের চেকবিতরণ করা হয়।