বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ :: পৌর কলেজ ৬টি গ্রুপে বিজয়ী

By মেহেরপুর নিউজ

February 22, 2017

মেহেরপুর নিউজ,২২ ফেব্রুয়ারি: মেহেরপুরে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগূতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয। পরে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায় পরে জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র তুলে দেওয়া হয়। জেলা পর্যায়ে যারা পুরস্কার পেলেন তারা হলেন, কেরাত ক গ্রুপে দারিয়াপুর গাওসিয়া মাদ্রাসার রিদুয়ান হক, খ গ্রুপে আমঝুপি মাদ্রাসার হাবিবুর রহমান, গ গ্রুপে সন্ধানী স্কুল এন্ড কলেজের জুবায়ের আহামেদ, ঘ গ্রুপে হাড়াভাঙা ডিএইস সিনিয়র ফাজিল মাদ্রাসার সোহেল রানা। হামদনাথ ক গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ঋদিতা রহমান, খ গ্রুপে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের রাশেদুল ইসলাম, গ গ্রুপে পৌর ডিগ্রি কলেজের রাসেল রানা, ঘ মেহেরপুর সরকারী কলেজের এমরান আলী।

বাংলা রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আদনান আহামেদ, খ গ্রুপে শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ হিল শাফি, গ গ্রুপে সন্ধানী স্কুল এন্ড কলেজের বিপুল হোসেন, ঘ গ্রুপে গাংনী মহিলা ডিগ্রি কলেজের নুশরাত রেজওয়ানা। বাংলা কবিতা আবৃতি ক গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাইশা ফারজানা ঐশি, খ গ্রুপে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খাদিজা আক্তার বিথি, গ গ্রæপে মেহেরপুর সরকারী মহিলা কলেজের লামিয়া ফারজানা হৃদি, ঘ মেহেরপুর সরকারী কলেজের মনিরুল ইসলাম। বিতর্ক প্রতিযোতায় ক গ্রুপে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হালিমা খাতুন, খ গ্রুপে সন্ধানী স্কুল এন্ড কলেজের তোহিদুল আকবার, গ গ্রুপে মেহেরপুর সরকারী কলেজের যুবায়ের আহামেদ রাফি, ঘ গ্রুপে গাংনী সরকারী ডিগ্রি কলেজের তারিন সুলতানা জ্যোতি। দেশগান ক গ্রুপে সন্ধানী স্কুল এন্ড কলেজের দেবাশীষ বিশ্বাস, খ গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এরিনা আজিজ জেসি, গ গ্রুপে গাংনী সরকারী ডিগ্রি কলেজের ফারহানা কানিজ তথাপি, ঘ গ্রুপে মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের শারমিন খাতুন। রবীন্দ্র সংগিত ক গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ঋদিতা রহমান, খ গ্রুপে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আইনাতুল মারজিয়া, গ গ্রুপে গাংনী সরকারী ডিগ্রি কলেজের সুমাইয়া শাহিন স্বর্ণা, ঘ গ্রুপে মুজিবনগর সরকারী কলেজের শারমিন খাতুন। নজরুল সংগিত ক গ্রুপে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নুপুর খাতুন, খ গ্রুপে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আইনাতুল মারজিয়া, গ গ্রুপে গাংনী সরকারী ডিগ্রি কলেজের ফারহানা কানিজ তথাপি, ঘ গ্রæপে গাংনী সরকারী ডিগ্রি কলেজের রেশমা খাতুন।

উচ্চাঙ্গ সংগিতে ক গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফারজানা ঐশি, খ গ্রুপে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামিউজামান সামি, গ গ্রুপে গাংনী সরকারী ডিগ্রি কলেজের ফারহানা কানিজ তথাপি। লোক সংগিত ক গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ঋদিতা রহমান, খ গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তাবাসুম আর্দিতা, গ গ্রুপে গাংনী সরকারী ডিগ্রি কলেজের সুমাইয়া শাহিন স্বর্ণা, ঘ গ্রুপে গাংনী সরকারী কলেজের আলিমুজ্জামান। জারিগান ক গ্রুপে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের লিখন ও তার দল, খ গ্রুপে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের রামিস ওয়াসি ও তার দল, গ গ্রুপে গাংনী সরকারী ডিগ্রি কলেজের আমিতা ও তার দল। তাৎক্ষনিক অভিনয় ক গ্রুপে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্না খাতুন, খ গ্রুপে শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মেহেদী হাসান, গ গ্রুপে গাংনী মহিলা ডিগ্রি কলেজের আসমা খাতুন, ঘ গ্রুপে মেহেরপুর সরকারী কলেজের শফিউল উমামি মালিহা। নৃত্য ক গ্রুপে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের কুমারী রন্তা পাল, খ গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তাবাসুম আর্দিতা, গ গ্রুপে গাংনী সরকারী ডিগ্রি কলেজের মোমো। লোক নৃত্য ক গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসনিয়া আলম বনান্তি, খ গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফারিয়া ইসলাম তিথি, গ গ্রুপে গাংনী মহিলা ডিগ্রি কলেজের আসমা খাতুন, ঘ গ্রুপে মেহেরপুর সরকারী কলেজের খন্দকার বদরুজ্জোদা। মাধ্যমিক স্কুল শিক্ষক গ্রুপে শিক্ষক পর্যায়ে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান বিজয়ী হয়েছেন।

মেহেরপুর পৌর কলেজ ৬টি পর্যায়ে শ্রেষ্ট নির্বাচিত

জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে জেলার বিভিন্ন পর্যায়ে প্রতিযোগীতার অংশ হিসেবে মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ জেলার শ্রেষ্ট কলেজ নির্বাচিত হয়েছে। এছাড়াও জেলার শ্রেষ্ট কলেজ প্রধান, শ্রেষ্ট শিক্ষার্থী, শেষ্ট রোভার, শ্রেষ্ট রোভার গ্রুপ ও শ্রেষ্ট রোভার শিক্ষক নির্বাচিত হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা শিক্ষা অফিসার সুভাস গোলদার উপস্থিত ছিলেন। শ্রেষ্ট কলেজ প্রধান হিসেবে অধ্যক্ষ একরামুল আযীম, শ্রেষ্ট রোভার শিক্ষক ফররুখ আহমেদ ও জেবা ফারিহা ইসলাম শ্রেষ্ট শিক্ষাথী নির্বাচিত হয়েছেন।

তিনটিতে বিজয়ী দুজন

মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী হৃদিতা রহমান ও গাংনী সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ফারহানা কানিজ তথাপি জেলা পর্যায়ে ৩টি করে ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে। বুধবার অনুষ্ঠিত প্রতিযোতার ক গ্রুপে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী শহরের হটাৎ পাড়ার বজলুর রহমান ও দিলার পারভিনের মেয়ে হৃদিতা রহমান লোক সঙ্গিত, রবীন্দ্র সঙ্গিত ও হামদনাথে প্রথম স্থান অধিকার করে। এদিকে একই প্রতিযোগিতার গাংনী সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী গাংনীর আজিজুর রহমান ও আনজুমানুয়ারার খাতুনের মেয়ে ফারহানা কানিজ তথাপি দেশগান, নজরুল সঙ্গিত ও উচ্চাঙ্গ সঙ্গিতে প্রথম স্থান অধিকার করে।