টপ নিউজ

মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

June 03, 2019

মেহেরপুর নিউজ, ৩ জুন: মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও মেধা অন্বেষণ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় প্রতিমন্ত্রী বলেন. প্রবৃদ্ধি অর্জ নে ৫টি দেশের মধ্যে অন্যতম একটি দেশ বাংলাদেশ। বাংলাদেশ বর্তমান অপার সম্ভাবনার দেশ। শিক্ষার্থীরা আগামীদিনে ভবিষ্যৎ। তাদের ভবিষ্যতের চিন্তা করে বছরের প্রথম দিনে ৩৬ কোটি বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষানীতিতে শিক্ষকদের মান উন্নয়ন নিয়েও কাজ চলছে। জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে অুনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার। মেধা অন্বেষণ প্রতিযোগীতায় ১২ জন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।