বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

July 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনাতনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষা ও সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার আনারুল ইসলাম, সহকারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাবউদ্দৌলা, জহুরুল হক, মোহাম্মদ জয়নুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।